নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল (পর্ব – ৮)

নাটক – কি কেলেঙ্কারি
অষ্টম দৃশ্য – পান দোকানের সম্মুখ ভাগ
(পান বিক্রেতা এসে বলে)
পান বিক্রেতা। চিবিয়ে চিবিয়ে খান।আমাকে এবার বসে বসে খান ।সময় নিয়ে খান।সেজে গুজে খান।
শুধু খান আর খান। ধৈর্য ধরে খান।
(বুড়োর প্রবেশ)
বুড়ো।কি খাবো এ্যা। চিবিয়ে চিবিয়ে খাবো!বসে বসে খাবো।বলি তুমি মানুষ না খাবার জিনিস?রে খেয়ে ফেলব।বেশ ভুষায় তো পুরুষ মানুষ পুরুষ মানুষ ঠেকছে। পুরুষ মানুষের এমন বুদ্ধি কম এই প্রথম দেখলাম।
পান বিক্রেতা।আমাকে নয় আমাকে নয়। আমার এই পান কে খেতে বলছি।দেখছেন তো পানের দোকান দিয়েছি।
বুড়ো।তবে পান বললেই তো ল্যেঠা চুকে যায়।শুধু খান খান করে ভাষা কে খান খান(ছেড়খাড়) করে দেওয়ার দরকার কি বাপু।আমি হলাম গিয়ে আমার বৌ এর একমাত্র স্বামী। বেশী প্যাচ পাচ কথা বুঝতে পারিনা।
পান বিক্রেতা।তা না হয় পারেন না। কিন্তু আপনি এতদিন ধরে হ্যারিকেন হাতে ঘুরে বেড়াচ্ছেন কেন বলুন তো?
বুড়ো। বলবো বলবো সব বলবো।আমি হলেম গিয়ে_–
পান বিক্রেতা। আপনার একমাত্র বৌ এর বাধ্য স্বামী।তাইতো।
বুড়ো। ঠিক ধরেছো হে ছকরা । তাই বৌ বলেছে একবার মরতে ।মরে কেমন লাগে দেখতে।তা দেখার জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু মরতে কেমন করে হবে সে কথা বলে দেননি।তাই ভাবছি একবার জিজ্ঞেস করে আসি।
পান বিক্রেতা।তাই যান। গিয়ে জিজ্ঞেস করুন কি ভাবে মরবেন।মানে খেয়ে মরবেন না না খেয়ে মরবেন হা হা।
বুড়ো।মানে কি বলতে চাও তুমি।কি বলতে চাও।আমি কিছু খায়নে।যত খাবার তুমি খাও।আমি হলেম গিয়ে—
পান বিক্রেতা।থামুন থামুন আর বলবেন না ।বলবেন না। আপনার সব কথা এখন সবাই জেনে গেছি।
বুড়ো।মানে——–!
দৃশ্য ফ্রিজ হয়।
ক্রমশ……..