শিবরাত্রি স্পেশাল এ দেবাশীষ মণ্ডল

শিবরাত্রির প্রচলন

শিব ঠাকুর কে বলল দূর্গা, আনন্দ তোমার যত।
মর্তের যত নারী সব , করছে তোমার ব্রত।।

কেউ চাইছে বর টি যেন,তোমার মতোই হয়।
বদগুনেতে ভরা তুমি, কেউ জানে না নিশ্চয়।।

কলকের গাঙ্জা,সিদ্ধি, ভাঙ্গে,থাকো ভরপুর।
বিয়ে করে ভুগছি আমি ,স্বপ্ন সব হয়েছে দূর।।

ভিক্ষার ঝুলি কান্ধে নিয়ে, ঘুরো দ্বারে দ্বার।
তাতেই কত ধনী যেন, করো এমন বাহার।।

বললো হেসে শিব ঠাকুর, নেশায় হয়ে চূর।
ওরা যে সব অন্নপূর্ণা,অন্নেতে ভরপুর।।

আমি ভিখারী ভিক্ষা করি,ভিক্ষার আছে ঝোলা।
গুন,বদগুন যাই থাকুক না,আমার মনটা যে ভোলা।

নেশার কথা বলো কাদের, যারা মর্তে করে বাস।
মর্তেই দেখ নেশার যত, গুছিয়ে চলে চাষ।।

ওরা আমার কদর জানে,আমি সন্তুষ্ট হয় অল্পে।
চিড়ে আর ভিজবে না গো, তোমার ছেদো গল্পে।।

দূর্গা মা তখন শিব ঠাকুর কে বললেন ভীষন রেগে।
ঐ মরতেই রাত কাটাবে,থাকবে তুমি জেগে।।

দরজা ঘরের বন্ধ করলাম ,আসবেনা আজ ফিরে।
দেখব কত দেমাগ,রাত জাগে কে তোমাকে ঘিরে।।

এইভাবেই শিব দূর্গা ,লেগে ছিলেন তর্ক।
শিব ঠাকুর বুঝি রাগ করেই এসেছিলেন মর্ত।।
……….
‘শিবরাত্রির প্রচলণ’ কবিতা টি আমার নিজস্ব কাল্পনিক কাহিনী মাএ। পূরাণের কোন কাহিনী নয়। আমার উদ্দেশ্য পাঠক কে আনন্দ দানের। ভক্তের ভক্তি বা ধর্মকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়।যদি তা হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।