কবিতায় বলরুমে দেবাশীষ মুখোপাধ্যায়

উপেক্ষার অণুশীলন
কিছু নিন্দা পড়ে থাকে
মাড়িয়ে যেও
উপেক্ষাও করতে পারো
উদাসীনতা চরম থাপ্পড় তখন
গুণীরা বলেন, নিন্দা এগিয়ে দেয়
ভেতর জাগলে পূর্ণিমার জোছনা
ধ্রুবতারা তোমার বন্ধু হলে
পথচলা বড়ো সুখের
চলতে গেলে এসব প্রাত্যহিকী
পরিমিতির অঙ্ক কোষো তুমি
তালি দিয়ে গান ধরলে
এই তো জীবন কালিদা…