কবিতায় দুর্গাপদ মন্ডল

অভিমান ছুঁয়ে আছে
সত্যি কি পিছুটান নেই!
নেই কোনো পুরাতনী স্মৃতি?
মেঘের করকা থেকে স্বরে, সুরে
বৃষ্টির কথোপকথন!
ভেবে দেখো এ কার প্রতীতি।
অভিমান ছুঁয়ে আছে সিক্ত স্টোররুমে,
করুণ নিঃস্বতা ভেঙে
দীর্ঘ একটি নিঃশ্বাসের মতো
নিহিত ঐশ্বর্যে
আশ্চর্যের গোপন সুগন্ধ;
নীরব সংলাপে শুধু শুনি
অশ্রুত এক তীক্ষ্ণ শব্দবন্ধ।
কোথায় সে কাকে ভালোবেসে
চলে যায় এমন অক্লেশে!