গল্পবাজে দেবাশীষ মণ্ডল

মুড়ি
দুটি মুড়ি দাও গো অনেক দিন খায়নে।গরম মুড়ি খুব ভালো লাগে।এ এ এই আঁচলে দুটি দাও………
এ কথা শুনে অবাক না হয়ে বরং বিরক্ত হলো তবু আঞ্জলা দুয়েক গরম মুড়ি দিল গৃহকর্তী।
গরম মুড়ি পেয়ে ভিখারীনি বেজায় খুশি হলো আর একমুঠো মুখে ছুড়ে নিয়ে চিবোতে চিবোতে বলল তোমার মঙ্গল হোক মা ভগবান তোমার মঙ্গল করুক।
গৃহকর্তী বৃদ্ধা ভিখারীনির আশীর্বাদ পেয়ে বেজায় খুশী হয়ে এক মনে মুড়ি ভাজতে লাগল।
ভিখারীনি চলে গেল, সব কিছু দেখতে থাকা মধ্যবিত্ত গৃহকর্তা পকেট থেকে কিছু নোট বের করে খুলে দেখে নিয়ে আবার নোট গুলো বান্ডিল মুড়ী করে রেখে দিল, আর মনে মনে বলল মুড়িও এখন খুব ভারী হয়ে গেল।