ক্যাফে কাব্যে দিবাকর মণ্ডল

আশা
শীতের কুহক গান গেয়ে গেল কোন্ সে পথিক।
কেউ নেই চারপাশে। ভগ্ননীড়। আমি দিগ্বিদিক
চেয়ে দেখি —চেয়ে দেখি আপন দুয়ার
সামাজিক ব্যাধি এসে করে গেল সব ছারখার।
পৃথিবী মাতাল হলো আত্মমগ্নে…আত্মরতি মেখে,
তখনই দাঁড়ালে তুমি আমারই দু’-চোখ সম্মুখে।
তোমাকেই সখা ভেবে একদিন বড়ো হয়েছি যে,
মনের গোপন কোণে যে মন্ত্র ও বরাভয় বাজে।
সে সব তোমারই দান, সেই সব অস্ত্র নিয়ে সখা
দাঁড়াবো সাহস ভরে,… মুছে যাবে গোধূলির রেখা।