|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় দেবাশীষ মণ্ডল

বেঁচে আছেন তিনি
প্রদীপ জ্বলছে…….
শিখাটা তার জানান দিচ্ছে।
আর মানুষ……… !
ঘুড়ি কি উড়ে, আকাশ টা ছুঁতে ?
সুবলের কী বল থাকবেই?
প্রজাপতি কি খারাপ থেকে হয়না সুন্দর।
কান পেতে শুনতেই হবে….
চোখের দেখা কি একা সত্য প্রমান করেনা!
প্রশ্ন তো থাকবেই.. হাজার, লক্ষ ,কোটি-কোটি ।
বিস্ময়! এখনও সময় আছে তো !
একটা জীবন না হয় প্রশ্ন থাকুক
বাকি জীবনে সব জেনে নেবে।
তবু বলবে বোকা—-
“আর কি জানা যাবে, কি ছিল জিজ্ঞাসা”!
কিন্তু,জানান দেন ;জানা যায় তার সাহিত্যে।
জন্ম থেকে মৃত্যু সবেতেই তো বেঁচে আছেন তিনি।