মা দিবস স্পেশাল – এ দেবাশীষ মণ্ডল

মা
মা মানে’ মা ‘ মা মানেই মন।
মা মানে মায়া ভরা , হৃদি স্পন্দন।
মা মানে সেরা ছাউনী ,মা মানেই ছায়া।
মা মানে ভালোবাসা, মা মানেই মায়া।
মা মানে মমতা, মা মানেই প্রান।
মা মানে সৃষ্টি, মা মানেই সুন্দর ঘ্রান।
মা মানে আলোক রশ্মি ,মা মানেই উষা।
মা মানে স্নেহের পরশ ,মা মানেই ভাষা।
মা মানে একটা ডাক, মা মানেই সুন্দর এক নাম।
মা মানে শ্রদ্ধা,নত মস্তকে জানাই সহস্র প্রণাম।