নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল (পর্ব – ৬)

কৌতুক নাটক – কি কেলেঙ্কারি
শহুরে রাস্তা
(বুড়োর প্রবেশ)
বুড়ো।তাই নয় তো কি ।আমি যে কাজে বেরিয়েছি আমি তা করবোই করবো। আমার বৌ এর দিব্যি। আমার বৌ হলো গিয়ে একে বারে আমার বৌ। (আনন্দে আটখানা হয়ে হাসি)
(চাওয়ালা এসে বলে)
চাওয়ালা।হাসুন হাসতে থাকুন ।যত হাসবেন অত আয়ূ বাড়বে।আর হাসতে গেলে মন ফ্রি রাখতে হবে।আর মন ফ্রি করতে হলে খেতে হবে চা।আমার এই চা হলো গিয়ে হাসির মহোঔষধী ।এক চুমুক দেন আর খিল খিলিয়ে হাসুন।
বুড়ো।মহোঔষধী এই চা ।যা যা মিথ্যা কথা বলিসনে যা।এই দুনিয়ায় হাসতে গেলে বৌ চাই বৌ। একেবারে আমার বৌ এর মতো গুনবতী বৌ।যাকে বলে বৌ এর মতো বৌ। আর চা আমি তো খাবোনা। আমার বৌ তো চা খেতে বলেনি।
চাওয়ালা।কি খেতে বলেছে!
বুড়ো।তোকে কেন বলবো এ্যা। আমার বৌ কি বলছে তোকে সব বলতে হবে! আমরা হলাম স্বামী স্ত্রী । আমাদের কি ফুসুর ফুসুর হবে সব তোমাকে বলে দি আর কি।আর আমার বৌ আমাকে ডিভোর্স করে দিক আর কি। আমার বৌ হল গিয়ে…
চা ওয়ালা।একে বারে গরম চা এর মতো তাইনা।চুমুক দিলেই মজাই মজা।তাই তো বলি চা খান চা এই চঞ্চলের চা অঞ্চলের সেরা চা।
(চলে যায়)
বুড়ো। আমার বৌ চা কেন হবে হতভাগা! আমার বৌ হল গিয়ে একে বারে কফির মতো কড়া কড়া।একে বারে একচুমুকেই মাইন্ড ফ্রি।হে হে হে।
(ফ্রিজ)
ক্রমশ…