আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ দেবাশীষ মণ্ডল

সময় কথা
সময়! থামো না কেন,ব্যস্ত কিসের?
ক্লান্তি নেই ,ছুটো চলেছ এক নিয়মে।
ঘুরেই চলো টিক টক,মন করেনা একটু থামি,
নেই কি ছুটি,বাধা আছো কোন সে দমে।
তুমি পঁচা,দুষ্টুও ভারী,আমি যখন খেলতে বসি ,
তখন বুঝি বেশীই ঘোরো ,ব্যস্ততম তোমার ঘড়ি।
জানো তুমি সব কিছুই তো কখন কাঁদা, কখন হাসা,
তাই বলে কি যায়না থামা, তোমার যত বাড়াবাড়ি।
সবাই যখন দিশে হারা,হৈ হুল্লোড়, হাসি ,গানে,
কেউ যদি নাও হিসাব কষে ,তুমি চলো খুব নিয়মে।
আমিও যখন হব বড় ,হব আমি তোমার মত,
তোমায় নিয়ে চলবো সাথে, থেকো তুমি সাথী হয়ে।
তোমার কথা বলব কাকে,সবাই জানে তুমি কি যে।
যে তোমায় মেনে চলে,তার হাতেতে থাকো নিজে।।