কবিতায় দুর্গাপদ মন্ডল

ভালোবেসে সখী নিভৃতে যতনে…
তুমি কি ভালোবাসবে বলে কাছে এসেছো
নাকি কাছে এসে ভালবেসেছ?
তমোময় রাত্রি,— সে তো রাত জাগে
বিপন্ন অনুভবে;
ভোরের ভৈরোঁ হয়ে
কাকে ভালবেসে?
আলো ফোটে, রাগরূপ ক্রমশ জারিত হয়।
ভালোবাসা তখন সব অচলায়তন ভেঙে
মুক্তির পঞ্চক।—
“বড়ো বেদনার মতো” কী যেন
ভেসে বেড়ায়
অলক্ষ্য থেকে অলক্ষ্যে
“আপনাতে আপনি পাসরি”