কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল

এ কার শ্রমিক দিবস
আজ নাকি মে দিবস,
শ্রমিক দিবস নামে।
শ্রমিক শ্রম আজ কি স্বাধীন,
অতিরিক্ত শ্রমে আজও শ্রমিক ঘামে!
খাতায় তোলা শ্রমিক দিবস,
চলে পালন করা।
নীতি টুকুই ঘোষণা ,
শ্রমিক রা ঠিক ঘোড়া।
শ্রমিক কারা বলবে একটু,
কার শ্রমে জুটে অন্ন।
খাটছে যারা তারা কি?
শ্রমিক নাকি পন্য!
আজ নাকি শ্রমিক দিবস ,
অধিকার আদায়ের দিন।
লাল দাগ মে দিবসে,
আজকে শ্রমিক স্বাধীন।
শ্রমিকরা ঠিক ছুটছে কাজে,
ধরছে হাল মাঠে।
কার জন্য শ্রমিক দিবস ?
কারা তবে খাটে।