T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় দেবকুমার মুখোপাধ্যায়

ভেতর মহল
ভেতর মহল আমি খুলেই রেখেছি।
দূরের আকাশ থেকে
কোন পাখি ডানা মেলে উড়ে আসবে,
ডালে বসে সুর বাঁধবে, গান গাইবে, তাই।
বাইরে ঝড়, প্রবল বিক্ষোভে
সমুদ্রে, নদীতে সুনামি,
দরজায় বারবার আঘাত পড়েছে।
অপেক্ষায় আছি
কবে সেই পাখি আসবে,
তার কন্ঠে সব কিছু
শব্দে, ধ্বনিতে উচ্চারিত হবে,
জানা নেই কী তার রাগিণী,
অনির্দিষ্টকাল
ভেতর মহল তাই খুলেই রেখেছি।