T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় দেবদাস কুণ্ডু
by
·
Published
· Updated
উলঙ্গ মানুষ
কখন যে সুতো কেটে যায়
কে বলতে পারে?
কাটা ঘুড়ির মতো টাল খাবে
পৌষ রাতের কুয়াশার ওপর।
ড্রায়ায় খুলে দেখলে
গান্ধীকাগজ শেষ হয়ে গেছে
অস্যখ্য রিক্ত হাত প্রার্থনায় মগ্ন।
সিঁড়ির শেষ ধাপে নেমে দেখলে
পৌষের নেমে আসা অন্ধকারে
অদৃশ্য সকল সিঁড়ি।
পারবে না উপরে উঠতে
পারবে না নামতে পাতাল ঘরে
মাঝখানে ঝুঁলবে
ইলেকট্রিক শক খাওয়া কাকের মতো।
হাত ধুঁয়ে ফেললে সব রক্ত মুছে যায় না
মেঘের আঁড়ালে চলে গেলে চাঁদ
জ্যোৎস্না কোথাও না কোথাও
শীতের কুয়াশায় ঝুলে থাকে এক বিন্দু।
ক্ষমতার অলিন্দে এক উলঙ্গ রাজা
তার পোষাক খুঁজছে রাতের অন্ধকারে।