কবিতায় পদ্মা-যমুনা তে দীপায়ন হোসেন

আমি অচেনা
আমি কে?
জন্মের পর থেকে এখনো চিনতে পারি নি
পরিচয়ের আদলে সমাজরাষ্ট্র আমাকে একটা নাম দিয়েছে
তবু আমি নিজেকে চিনতে পারি না
সকাল
দুপুর
রাত্রি
সময়
শত মানুষের ভিড়ে এই গ্রাম-শহরে আমি
প্রশ্নটা অহেতুক নয়
গ্রাম-শহরে বাস করতে পরিচয় লাগে না অন্য সবার মতো
তবু আমার পরিচয় লাগে
নিজের কাছে
রাতে যখন বিছানার আমি শুয়ে
ভাবনা, কল্পনার সাথে শুয়ে থাক একটা শরীর
চিনতে পারি না আমি
বহুবার আয়নায় উদম দেখেছি নিজেকে সময়ের সাথে
আমার চেনা লাগে না
যে সময় মানুষের পরিচয় শুধু নিয়মমাফিক অভিনয়
যে সময় মানুষ মুখোশের সভা-সমাবেশ
আমি কে সেখানে?
কার পরিচয় খুঁজছি
আমি কে?
নিজের ভোটার কার্ড, পাসপোর্ট-এ একটা নাম আছে শুধু
পরিচয় কী?
না পরিচয় খুঁজে পাই না নাগরিক জীবনে
সকাল
দুপুর
রাত্রি
সময়
শত মানুষের ভিড়ে খুব অচেনা আমি।