T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় দীপায়ন হোসেন

আগমনী পূজো

শরতের নীল আকাশ,
কাশ ও শিউলি ফুলের গন্ধ
চারদিকে পূজোর আমেজ,
দূর থেকে শোনা যাচ্ছে
ঢাক ও শঙ্খের আওয়াজ
পূজো এসে গেল।
এলো এলো পূজো এলো ভাই-বোন
আয়রে সবাই ছুঁটে।
পূজোর স্বাদ, গন্ধ নিতে
মা-দুর্গা আসছেন ধরণীতে
এক বছর পরে,
লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গনেশ সাথে করে
আয়রে সবাই মায়ের কাছে
ফুল-ফলে বরণ ডালা সাঁজাই।
এলো এলো পূজো এলো ভাই-বোন
আয়রে সবাই ছুঁটে।
সোনালী রোদ বেঁকেচুরে
উঠানেতে ঝরে,
দু’হাত তুলে নাচছে শিশু
নতুন জামা পরে।
প্রিয়তমার আবদার-
পূজোর মেলায় এবার তার
রঙিন চুড়ি চাই।
এলো এলো পূজো এলো ভাই-বোন
আয়রে সবাই ছুঁটে।
শিউলি, বকুল, টগর, জবা ফুলে
ভরে উঠেছে বাগান,
শরত আকাশে সাদা মেঘের ভেলা
প্রবল বেগে ছুঁটছে,
মাধবীলতা আর যুঁথী
ফুটেছে আঙিনায়।
এলো এলো পূজো এলো ভাই-বোন
আয়রে সবাই ছুঁটে।
মা আসছেন!
আসছেন মা পরমেশ্বরী মহামায়া
তাঁর আবির্ভাবে ধরণী হয় প্রাণময়ী।
“ওঁ সর্বমঙ্গলমঙগল্যে শিবে সর্বার্থ সাধিকে,
শরণ্যে ত্রৈম্ব্যকে গৌরি, নারায়ণি নমোহস্তুতে।”

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।