কবিতায় বলরুমে দেবারতি গুহ সামন্ত

ভয়াতুর
কেমন একটা আনক্যানি ফিলিংস হচ্ছে,
তরকারির জন্যে আলু কুটছিলাম,
চোখের জল ফেলতে ফেলতে পেঁয়াজ কুচোচ্ছিলাম,
তারপরেই পেলাম সেই খারাপ সংবাদ।
কোথাও কিছু নেই,একটা ঠান্ডা হাওয়া,
গা ছমছম,শিরশির একসঙ্গে করছিল,
পেছনে কারো এক অস্তিত্ব,অথচ অদৃশ্য,
যেন কিছু বলতে চায় আমায়।
এসবই ঘটছিল এক ঘন্টা আগে,
তখনো আমি ব্যস্ত ছিলাম রান্নার কাজে,
তখনই ফোনের রিংটোন বাজল,থেমে থেমে,
ফোনের ওপারে শুনলাম আমার পিসির মৃত্যুসংবাদ!!
পিসির আত্মা এখন আঁতুড় ঘর খুঁজছে,
তাই শেষ জানান দিয়ে গেল আমায়,
শূণ্যে বিলীন হয়ে আবার শূণ্য থেকেই আরম্ভ!!