কবিতায় দেবারতি গুহ সামন্ত

কেস সলভড
ভাবনাগুলো মুলতুবি রেখেছি আপাতত,
আলগোছে খোঁপায় গুজলাম কাঠগোলাপ।
তারপর সূত্রগুলো দিয়ে তৈরী করতে বসে গেলাম,
একটা অজানা,একটু অচেনা গল্প।
শার্লক হোমস,ব্যোমকেশের কিছু মিল,কিছু গরমিল,
ডঃ ওয়াটসন আর অজিত খেতে ব্যস্ত কারো মগজ।
এইবেলা আমার সৃষ্টি কেস সলভের পথে,
তবে কি ওই হবে অদূর ভবিষ্যতের পারফেক্ট সত্যান্বেষী!
প্লিজ সলভ দি আনসলভড কেস।