কবিতায় দেবারতি গুহ সামন্ত

ক্রমান্বয়ে
স্বপ্ন দেখি,
রোজ রোজ স্বপ্ন দেখি,
প্রতি পল স্বপ্ন দেখি,
আর স্বপ্ন ভাঙ্গি।
ইচ্ছে করে,
অনেক কিছু ইচ্ছে করে,
সবসময় ইচ্ছে করে,
আর ইচ্ছেরা দূরে সরে যায়।
পথ হারাই,
চেনা পথ অচেনা হয়,
সরল পথ বেঁকে যায়,
তবু পথ হাঁটি।
নিশানা লাগাই,
অন্ধের মতো নিশানা লাগাই,
ব্যুমেরাং হয়ে ফিরে আসা নিশানা,
নতুন করে তৈরী করি নিশানা।
অসফল হই,
স্বপ্ন ভাঙ্গে, হারায় ইচ্ছে,
হারায় পথ, ব্যর্থ নিশানা,
ডুবে যাই মানসিক অবসাদে….
আবার উঠে দাঁড়াই আকাশের নীচে!