কবিতায় বলরুমে দেবারতি গুহ সামন্ত

কোলকাতা হলো লন্ডন
চারিদিকে শুধু জল আর জল,
হবে না!যা বৃষ্টি হলো টানা দুতিন দিন,
কোলকাতা হয়ে গেল লন্ডন,
মানুষ আর কষ্ট করে হাঁটল না,জাস্ট ভেসে গেল।
ছোট ছোট কাগজের নৌকায় ভাসে শৈশবের স্মৃতি,আমি নস্টালজিক,
ধোঁয়া ওঠা খিচুড়ি ডিমভাজায় কই মায়ের হাতের স্বাদ!মা বৃদ্ধাশ্রমে!
তেষ্টায় গলা শোকাচ্ছিল,বোতল ফাঁকা,তাই,
আঁজলা করে তুলছিলাম চারিদিকের জমা জল।
তখনো জানতাম না,এ জল নয়তো খাওয়ার জল,
এ জলে যে মিশে আছে মানুষ ও পশুর বর্জ্য পদার্থ,
আকাশ ভাঙা বৃষ্টিতে বন্ধ ড্রেন ছাপিয়ে,
প্লাস্টিক সহ নোংরা জল উঠে এসে কোলকাতাকে বানিয়েছে লন্ডন।