কবিতায় দেবযানী ঘোষাল

অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা
তোমার ভয়ঙ্কর আকাঙ্ক্ষায় আজ আর শিহরিত হই না।
ভীত সন্ত্রস্ত হই।
মনে হয় আমি সেই একপেশে,
যার অবিরাম ক্ষত বিক্ষত করার প্রত্যুত্তরে এমন এক একটা শীতল আঘাত হানছো তুমি।
অপ্রাপ্তির বদলে আরও রক্তাক্ত হয় আমার সহজ সরল অতল।
তাই ছুঁতে চাই না আর অতীত শুভ্র পলাশী বসন্ত।
যে কৃষ্ণচূড়ার আবেশে উপহার দিতে চেয়েছিলাম এক মুঠো হলুদ পলাশ
তুমি তার অর্থ বোঝোনি।
আমার আমিত্বে বেশ আছি আমি।
বেখেয়ালী বসন্ত আজ নিরুপায়ী।
ফিরে পেতে চাই না আর কিশোরী ফাগুন।
পরিণত সাবধানী আমি দেখবো শুধুই দুরের রঙিনমুখর বসন্ত দিনের বেলা।
ফিরে পেতে চাইনা ভ্রান্ত বসন্তবেলা।
বড় ক্লান্ত আমি।