দেবাশিস ঘোষের কবিতা by TechTouchTalk Admin · Published August 25, 2019 · Updated June 3, 2022 দিন গলে টুপটুপআকাশ, তোমার চই চই ঘুড়িদের ছেড়ে দাওআনন্দে উড়ে যাওয়া গ্যাস বেলুনের মতোপূজোর রোদের গায়ে লেগে থাকা রূপোলী বর্ডারশিশুদের চোখে এঁকে দাওসকল স্বচ্ছ জলে নদীটি যাপন করো রঙীন ব্যালকনিমন্দিরের চূড়া থেকে উড়ে যাক আরো কিছু শুভ্র পতাকাএই সব যতিচিহ্নহীন দিন রাত থেকে শুধু রান্নার ধোঁয়াআর দিনের ক্লান্তি ছুঁয়ে নেমে আসা বিষাদের উজ্জ্বল রঙ ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love