কবিতায় প্রগতি দে চৌধুরী
সম্পর্কীয়
কিছু সম্পর্ক বৃশ্চিকের মতো,
হুলের জন্য সরে আসতে হয়,
ভেঙ্গে দিতে হয়।
কোনোটা নিজেকেই ভেঙ্গে গুঁড়িয়ে
দিয়ে চলে যায়
বুলডোজার চালিয়ে কোনো
স্বপ্নের বাড়ি ভেঙ্গে দেওয়ার মতো।
যে সম্পর্ক টা থেকে যায়
তাকে আর সম্পর্কে সীমায়িত করা যায় না,
সে অমরত্বের পথে পা রাখে।
0 Comments.