- 37
- 0
জয়সলমেরের রাজার প্রধানমন্ত্রী সালিম সিংহ খুর কুখ্যাত লোক । কুলধারা গ্রামের মোড়লের সুন্দরী মেয়েকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। মেয়েটি মানা করলো। রেগে গিয়ে সালিম সিংহ মেয়েটির বাবাকে বললেন-' দু দিনের মধ্যে বিয়ে না দিলে এই গ্রাম আমি জ্বালিয়ে দেবো।' বলে চলে গেলেন। সেই রাতে মোড়ল গ্রামে বৈঠক ডাকলেন। মূলতঃ পালিওয়াল ব্রাহ্মণদের গ্রাম। কী করা উচিত, তাই সবাই ভাবতে লাগলেন। .. পরদিন দেখা গেল, গ্রামে কেউ নেই। সেই রাতেই চুপি চুপি গোরু- ছাগল নিয়ে, পরিবার পরিজন নিয়ে গ্রাম ছেড়ে চলে গিয়েছে সবাই..। সালিম সিংহ এসে কাউকে পেলেন না। ... আজ এই কুলধারা মরুপ্রান্তরের একপাশে এক পরিত্যক্ত গ্রাম। মন্দির আছে মন্দিরের মতো। লোকেদের ঘরদোর সব আছে । পাঁচিল বেষ্টন করে আছে গ্রামকে।.. কিন্তু লোকগুলোই নেই। এক আশ্চর্য ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে কুলধারা ...।।
0 Comments.