হৈচৈ ছড়ায় তনুশ্রী ঘোষ
বিনু
নীল আকাসের ক্যানভাসে আজ পেঁজা তুলোর মেলা
সারাদিনই চলছে আলোর মেঘ সূর্যের খেলা।
পুজোর ছুটি পড়বে কবে বিনুর বড়ই চিন্তা
শরৎরাণী ডাকছে কেবল, থাকেনা আর মনটা।
মাঠের বুকে সফেদ কাশের জোয়ার এসেছে
শিউলি ফুলের বোঁটায় কমলা রংও ধরেছে।
বিশ্বকর্মা এসেই গেছেন মোড়ের মাথাতে
ঢ্যাম কুড় কুড় বাদ্যি বাজে সকাল দুপুর রাতে।
শ্যামবাজারে জামাগুলো উঠেই গেল বোধহয়
কবে যাবে কিনতে বিনু চিন্তা হচ্ছে বেজায়।
জানে না সে বাবা যে তার বাড়ি ফিরবে কবে!
মা কে যদি প্রশ্ন করি মা' তো শুধু কাঁদে!
এমন সময় 'বিনু--'বলে কে দিল গো ডাক!
'বাবা'-- বলে বিনু দিল বাবার কোলে ঝাঁপ।
0 Comments.