- 44
- 0
হিন্দি ভাষার কবি শ্রদ্ধেয় সোহনলাল দ্বিবেদীর লেখা 'কোশিস করনে বালোঁ কী কভী হার নহীঁ হোতী' কবিতার ভাবানুবাদ।
দেওয়া যায় না নৌকো নিয়ে পাড়ি উত্তাল ঢেউ দেখে ভীত হলে।
পরাজিত হয় না তারা যারা বারংবার চেষ্টা করে।
ক্ষুদ্র পিপিলিকা যখন খাদ্যদানা নিয়ে খাড়াই দেওয়াল বেয়ে চড়ে বার বার পিছলে পিছলে পড়ে।
আত্মবিশ্বাস জীবনযুদ্ধ-ফুসফুসে অক্সিজেন ভরে।
চড়তে চড়তে পিছলে পড়া, পিছলে পড়ে আবার চড়া, তবুও উদ্যমে পড়ে না ভাটা, পরিশ্রমের ফল যায় না বৃথা।
পরাজিত হয় না তারা যারা বারংবার চেষ্টা করে।
মুক্তসন্ধানী ডুবুরী বার বার ডুব দেয় গভীরে, বুকেতে আঘাত পেয়ে খালি হাতে ফেরে। সহজে মেলা না মুক্ত গভীর জলে। যত হয় হয়রান বিশ্বাস বেড়ে চলে মুঠিতে কেবল বালুকা মেলে, কিন্তু বারংবার চেষ্টা ও পরিশ্রম যায় না বিফলে।
পরাজিত হয় না তারা যারা বারংবার চেষ্টা করে।
অসফলতা এক অগ্নিপরীক্ষা, তাকে স্বীকার কর, খামতি কোথায় তা খোঁজো ও সংশোধন কর।
যতক্ষণ না সফল হও শান্তি ভোলো, নিদ্রা ছাড়ো তুমি, কিন্তু কখনও ত্যাগ করো না জীবন-যুদ্ধভূমি।
ভরে উঠবে না তোমার চারদিক জয়জয়কার রবে উল্লেখযোগ্য কিছু না কর যদি এ ভবে।
পরাজিত হয় না তারা যারা বারংবার চেষ্টা করে।
0 Comments.