Thu 18 September 2025
Cluster Coding Blog

শনিবারের কবিতায় বিকাশ আদক

maro news
শনিবারের কবিতায় বিকাশ আদক

|| দুই ভাই ||

আলো আর আঁধার দুই ভাই, দুই ভাই। আলো আসে তো আঁধার যায়, আলোর পরে আঁধার তাকায়, আসা-যাওয়ার বিবাদ নাই- দুই ভাই, দুই ভাই।। আলো প্রাণের খাদ্য জোগায়, আঁধার মনের ক্লান্ত ঘুচায়, হিংসা নাই ভিন্ন পেশায়- দুই ভাই, দুই ভাই।। আলোয় মানুষ কর্মগানে, আঁধার ছায়ায় চিন্তা হানে, ভিন্ন দানে দ্বেষ নাই- দুই ভাই, দুই ভাই।। আলোয় ভরা আলো ভায়া, আঁধার ভায়ার কৃষ্ণ কায়া, কালো-গোরার গর্ব নাই- দুই ভাই, দুই ভাই।। আলোর মুখে সদা হাসি, সবাই বলে আঁধার কাঁদি, মিশতে সাথে শরম নাই- দুই ভাই, দুই ভাই।। আলোর পাশে আঁধার থাকে, তাইতে ভুবন ভালো লাগে, অপরের তরে অন্য তায়- দুই ভাই, দুই ভাই।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register