Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় নিখিলেশ চক্রবর্তী

maro news
কবিতায় নিখিলেশ চক্রবর্তী

ভোরের প্রকৃতি

ভোরের আকাশে মেঘ দিয়ে আঁকা শিউলি ফুলের মেলা , কাশের গায়েতে ফেনা দিয়ে ঢাকা নদীতে বালুর বেলা ; বাতাসে গতির প্রবাহে মেতেছে সবুজ ধানের ঢেউ , আলপথে হেঁটে ছাপ রেখে গেছে গাঁয়ের বালিকা কেউ ; ছায়া দিয়ে ঘেরা পল্লীর শোভা চোখের কোণায় দুলে , বাঁকা রাস্তায় কিরণের প্রভা নেমে আসে পথ ভুলে ।
নয়ানজুলির একপাশে ভাসে কচুরিপানার সারি , এঁদো ডোবা আর পুকুরেতে হাসে শাপলা ,শালুক ভারী ; শান্ত নীরব বনানী ও মাঠ নীরবতা রেলপথে , কোলাহলহীন দূরে খেয়াঘাট চাঁদ- ঝরা জলপথে ; ক্লান্তিবিহীন মুক্ত ' হৃদয় মুক্তির স্বাদ মাখে , প্রকৃতির ফুলে ফুল কথা কয় রঙিন আঁচল আঁকে ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register