জন্মদিন মেঘকাব্য
আমাদের কোরান বাইবেল
এর চেয়ে বেশি হলে নীচু হয়ে
মেঘ, কুড়িয়ে জমায় কিছু ফুল
মৃত্যুদিনে ইস্তাহার
তার বেশি শ্রীমদভাগবত
আমাদের জানা কিছু নেই
পথে পথে নামে মুসাফির
এর বেশি কিছু হলে
মনু সংহিতার পাশে
বসে থাকে দাস ক্যাপিটাল
নিজের সংগ্রামের পাশে
বৃষ্টি হয়ে তোকেও ভেজাই
এর চেয়ে বেশি জানা নেই
পথই জীবন আমাদের
অন্য কোন যবনিকা নেই ।
0 Comments.