শ্যামলী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার উপদেশটা মনে রাখব।
তনুশ্রী বলল, মায়ের কাছে শুনলাম, তোকে না কি রমানাথের মা কাল খুব খারাপ খারাপ কথা বলেছে?
শ্যামলী বলল, কই, তেমন একেবারে খুব খারাপ কথা তো বলে নি?
তনুশ্রী বলল, একদম লুকোছাপা করবি না। তোকে ডাইনী বলেছে। এটা খারাপ কথা নয়?
শ্যামলী বলল, কই, ডাইনী কীইবা এমন খারাপ কথা? আমাদের পাড়ায় কালীঠাকুরের প্রতিমার সাথে তো প্রতিবারই ডাকিনী যোগিনী থাকেন। ওই ডাকিনী থেকে ডাইনী কথাটা এসেছে। ডাক একটা তন্ত্রশাস্ত্রের কথা। বাংলা সাহিত্য আর ভাষার ইতিহাস ঘাঁটাঘাঁটি করলে ডাকার্ণব নামে একটা পুঁথির নাম পাবে। ইংরেজি কালচারেও ডাইনীর প্রতিশব্দ উইচ নিয়ে অনেক কথা আছে। অকাল্ট সায়েন্স বলেও একটা কথা আছে। সেকালের ইউরোপের বহুলোক উইচক্রাফট নিয়ে ভাবত। এমনকি, বিজ্ঞানী আইজ্যাক নিউটন নাকি এইসব একটু আধটু চর্চা করতেন বলে অনেকের ধারণা। তারপর শেকসপীয়রের নাটক তো উইচ ছাড়া ভাবতেই পারি না। জোয়ান অফ আর্ককেও ডাইনী বলেছিল।
0 Comments.