আমার সকাল চুরি গেছে কোন চোরের মনে?
চোরের সাথেই ঘোরে ফেরে,
ফিরে না তাকায় ভুলে, একবার ফিরে না তাকায়!
পর করেছে ভোরের শিশির, পেয়ে সূর্যেরে।
২। ভুল
ভুল করে যারে ভালোবাসা যায়,
সই, ভুল করে তারে ভোলা কি যায়?
অশ্রুজলে যে সুখের ঘন-বর্ষণ,
ভুলহীনা সে মনের রক্তক্ষরণ।
ভুল করেও যারে ভোলা না যায়,
সে থাকে গো, মন-মন্দিরায়।
ভুল করে যদি পাও মোর ভুলের বাড়ি,
কইও গিয়ে তারে: তোরে ভুলতে নারি!
0 Comments.