Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় সিন্টু কুমার চৌধুরী

maro news
কবিতায় সিন্টু কুমার চৌধুরী

প্রেম? প্রেমিক- প্রেমিকা!

রথ সারথি, বিশেষ বন্ধনে জড়ানো মোড়ানো এক সাথে চলার অলিখিত চুক্তি ভাঙলেই শুধু থামা রথের কোনো চাকা কিংবা সারথির ভাঙলে হাত-পা!
শীৎকার যুগল, নৃ দেহের যুগল রূপ, নারী এবং নর, সাঁঝে- রজনীতে নাচে উদাম নৃত্য দেহ কন্যা দেহ পুত্র ব্যস্ত সমস্ত আমোদে আহল্লাদে, আবেগী শব্দে মাতায় কিংবা মাতে , কেউ জীবিকায় কেউ অভ্যাসে, ভাঙেনা তবে মিলে ক্ষণিক আমোদ প্রমোদে, প্রেম কোথায়!
পাঠক কবি, রবিবাবু কি করে যেনো মনের কথা বহু যত্নে বহু বর্ণে বহু গানে প্রকাশ করে গেছেন, এ যেন পাঠক-মন আগেই পড়ে বসেছেন! কখনও প্রেমে কখনও বিরহে কখনও হাস্য রস ব্যঞ্জনায়!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register