কে নেবে মনখারাপের এই অন্ধকার?
সবাইতো আলো চায়
শুধু আত্মহত্যা বরাবর নীল এই রাত্রি
সমস্ত আয়ুর একদিকে পূর্ণ গ্ৰহণ
অন্যদিকে চাঁদ প্রাচীন লন্ঠন জ্বেলে
লেখার খাতায় রোজ একা জেগে থাকে
ভাঙা শাঁখার মৃদু রক্তে ভরে থাকে
শাদা সিঁথির আলপথ,শ্মশান
মনখারাপের মতো অসময় সে কেন নেবে?
সন্ধের আকাশ দেখে চিনে নাও তবে শহরের হাওয়া
দেখে নাও কোন নদী কাছাকাছি এল
কোন ব্রিজ দাঁড়িয়েছে সময়ের দুধারে একাই
মাঝখানে ভুলে যাওয়া সন্ধে নেমেছে
অন্ধমেঘ জ্বেলে দিই তবে
একশ বছর আগেকার গানের শহর
দ্যাখো একই সেই আকাশের তলায়
চোখের পাতা ঘেঁসে দুজনেই দাঁড়াই এসো
জেনে নিই কত জল বাকি রয়ে গেল...
0 Comments.