তুই আমার রাধা
সেই বুড়ো বট গাছ টার নীচে
শান বাঁধানো বেদী
কাছের মাঠে ছাগল আছে বাঁধা
একটু দূরে শীর্ণ কায়া কুনুর নদী
ভত্তি দুপুর বেলা
কানামাছি খেলা
ছড়ি হাতে মায়ের হনহনিয়ে হাঁটা
ছুটতে গিয়ে পায়ে লাগলো কাঁটা।
তুই আমার রাধা
আমি দুষ্টু রাখাল
গরু চড়াই বাঁশি বাজাই
তোর ঐ মনের মেঠো পথে
উড়িয়ে ধুলো সুর তুলে যাই।
তুই আমার রাধা
ভত্তি দুপুর বেলা
কলসি কাঁখে নদীর ঘাটে
ছল করে জল আনতে যাস
আমি তখন মাঝি সেজে
নৌকো ভিড়াই ঘাটে
মিলিয়ে দিতে তোর শ্বাসে মোর শ্বাস।
0 Comments.