আস্থির মনের আড়ালে রোজ আমিকে খুঁজি।
সময়ের সাথে সাথে পরিবর্তনের মুখ।
কখনো পাই আবার কখনো হারিয়ে যায়!
নীরবে থেকে আবার আমিকে খুঁজি।
একটা ফ্যাকাশে মুখ ভেসে ওঠে।
হারিয়ে যাওয়ার ভয়ে আমি লুকিয়ে পরি।
কতদিন থাকবো এমনভাবে এই পরিস্থিতিতে।
সত্যের আমিকে খুঁজে পাইনা জানেন।
বহু রূপের আমিতে ভরে গেছে বলে।
তবুও তো মন সেই আমিকেই খুঁজে পেতে চায়।
যেই আমি বলবে আমি তোমাদেরই লোক।
তোমাদের সমস্যা আমার সমস্যা।
সেই আমিকে খুঁজে বেড়াচ্ছি আজও জানেন!
0 Comments.