Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় কাজী জুবেরী মোস্তাক

maro news
কবিতায় কাজী জুবেরী মোস্তাক

কেউ কথা রাখে না

কেউ কথা রাখে না , হাঁটা শিখেছি যখন বাবা'র হাতটি ধরে বাবাও বলেছিলো কখনো যাবে না ছেড়ে তবুও তো বাবা কথা রাখলো না ৷ কেউ কথা রাখে না , মা বলেছিলো নাড়ি ছেঁড়া ধন তুই আমার থাকবো আমি ছায়া হয়ে আসুক যতই আঁধার তবুওতো মা কথা রাখলোনা ৷ কেউ কথা রাখে না , কৈশরের খেলার সাথী চন্দনা খেলার ছলে বলেছিলো আমায় ছাড়া বাঁচবেনা সেও আজ দিব্যি আছে আমায় হয়তো মনে পড়ে না ৷ কেউ কথা রাখে না , যৌবনে যার প্রেমে পরলাম নাম তার অঞ্জনা ভালোবাসি কথাটি তাকে বলাই হলো না ফুটফুটে জীবন তার কেড়ে নিলো সড়ক দুর্ঘটনা ৷ কেউ কথা রাখে না , বন্ধুরা বলেছিলো কেউ কোথথাও যাবেনা অথচ আজ কেউ কারো ঠিকানাও জানেনা ৷ আসলে সবাই কথা দেয় বুঝে না বুঝে কিন্তু কেউ কথা রাখেনা জানিনা কি কারনে ৷

তবুও পারিনি 

এতো ডাকি তবুও পিছু তাকাওনি আমি বিরামহীন দৃষ্টিতে চেয়ে আছি তবে কি আমি অধিকার হারিয়েছি ? আমি তো শুধু স্বপ্নগুলো ছুঁতে চেয়েছি তোমার ঘুমতো কখনো ভাঙ্গাতে চাইনি তবে কি আমি ভালোবাসতেই শিখিনি ? ক্ষিপ্র রোদ গায়ে মেখে দাঁড়িয়ে থেকেছি যে গোলিতে আসা যাওয়া করো তুমি তবুও কি আমি প্রেম করা শিখিনি ? শুধুই তোমাকে ভালোবাসার কারনে নির্দোষ আমাকে ইভটিজার হতে হয়েছে তবুও তো পারিনি তোমার মন গলাতে না না আমি আমি পারিনি , আমি তোমার হতে পারিনি ৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register