কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

সার কথা
খেলছো তুমি খেলছি আমি
দু’দলেরই খেলা
জিতবে যে কে সেটাও কিন্তু
নির্ধারিতই বলা।
এতো আয়োজন- সময় নষ্ট
বৃষ্টি বাদল রৌদ্র কষ্ট
লম্ফঝম্প মৌনমিছিল
কাকই শ্রেষ্ঠ, উড়ে যায় চিল
সেই যে অধম বোকা আনাড়ি
নেই যে তার গাঁটের কড়ি
অনেক নীচেই দৃষ্টি তার
তীর হেনেছে চেনা সংসার
জানতে না তুমি কি হবে ভেবে এসব?
পর্বতের মুষিক প্রসব।