কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

অবকাশে
আহা মরি রঙ নিয়ে দিনান্ত অপেক্ষায় আছে,
সবটুকু আলো মুছে নিতে ক্লান্ত আকাশের অলিন্দে পাতা
মেঘেদের শ্বেতশুভ্র গালিচায়
অসাবধানতায় দিগবধূরা উপুড় করে
ঢেলে দিলো অস্তরাগের রঙগোলানো বালতিটা।
সূর্য ডুবে যাবে যখন,
গোধুলি আলোতে আরো একবার
ঝলসে উঠবে চরাচর।
ভারি মায়াময় সে দ্যুতি।
রাতের আকাশের সভাঘরে
হাজার তারার সমাবেশ হবেই।
এসব দেখে নিজের অবস্থান ভুললে চলবে না,
ভয় কি! সাথে আছে তৃতীয়া চাঁদের কাস্তে!
দ্বাদশতমদিবসে জ্যোৎস্নাফসলে ছেয়ে যাবে আকাশজমিন।
সিঁড়ি লিফট্ নাই বা থাকলো, কল্পমইই সই।
অবিশ্বাস্য গতিময়তা নিয়ে দুদ্দাড় ঘুরে আসা যাবে।
দিন অবসানবেলায় বেচাকেনা শেষে যাক্ ছড়ে উদোম মন
সোনার আলোর ফসলে।
সব চেনা সম্পর্কগুলো যখন
বিপন্ন হয়ে আসে-
আকাশ যদি এমন রঙ মাখে দিনান্তে
আমিও গিয়ে বসি তার পাশে,
ডুবে যাই নিজের সাথে
আলাপচারিতায় একান্তে।