কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

অগাস্ট
যখন গ্রীষ্ম ভিজে যায় ভারী বর্ষণে
মাটির সোঁদা গন্ধে আকুল উষ্ণ বাতাস
বীরুৎ গুল্ম বৃক্ষ যেন বেশিই সবুজ
মরা সোঁতাটিও জাগে প্রাণের স্পন্দনে।
যখন সেগুন ভারাক্রান্ত মঞ্জরীতে
জলহীন মেঘের দখলে নীল আকাশ জমীন
মনসামঙ্গল ছড়ায় সুরের মূর্চ্ছনা
স্বাধীন সূর্য আলো ছড়ায় ফসল ক্ষেতে।
তখন তুমি অগাস্ট-সৈনিক মাস ও জয়ের
আকাশ ভরা ঈশ্বরের দান নম্র তারা
পূর্ণিমা রাতে ঝিঁঝির মিষ্টি গুঞ্জরণ
বাঁধো রাখী হাতে, হোক এ মাস উৎসবের।