কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

এই বেশ ভালো থাকা
সময় বয়ে যায়,
যাক্ বয়ে,
যন্ত্রের মত কাজ করে
তুমিও যাও ক্ষয়ে।
ছটা সাতটা আটটা—
যখনই হোক সকাল
কাজ একটার পর একটা
করতে গিয়ে নাকাল
ঝুঁকে, নুয়ে, ঠায় দাঁড়িয়ে
এগারো বা বারো ঘন্টা
কিভাবে যে কেটে যায়
কেটে যায় শুধু দিনটা
কল খুললেই জল
সাবানের জাদু-ফেনা
নিজেকে বড্ড উপেক্ষা
শীতকে যায় না চেনা
এভাবে দিনের পর দিন
কিভাবে যে যায় কেটে
এভাবে কি ভালো থাকা যায়?
নিজের ভালোলাগাগুলো ছেঁটে?