কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

বদলে যায় চিত্রনাট্য
উড়নচণ্ডী মেঘের ফাঁকে আলুলায়িত জ্যোৎস্নাভা,
সেগুনের পাতায় বৃষ্টির আর্দ্রতা বাসা করে আছে।
আবছায়া সাঁতরে চলে রাতচরা পাখি।
আকাশের দিকে চেয়ে ভাবছি, ঐ দূরে
শান্ত চরাচরে আঁকা এ ছবির চিত্রকর কে?
ঘন্টার পর ঘন্টা ঝিঁঝিঁ শব্দের সাথে
সেইদিকে চেয়ে বসে থাকা যায়।
প্রাপ্তবয়স্ক সংসার চুপিসাড়ে ডেরে বলে
আজ যে পূর্ণিমা।
বদলে গেলো চিত্রনাট্য
বিমুগ্ধতা ঝেড়ে এবারে করো
নিশিপালনের আয়োজন।