কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি
বন্দী থেকোনা শুধুই প্রভাতফেরীতে
স্বাধীনতা তুমি
বোধগম্য হলে সত্যিই অনেক দেরীতে
স্বাধীনতা তুমি
শিউলি ফুলের ঘ্রাণঝরা ভেজা বাতাস
স্বাধীনতা তুমি
মেঘ ভেসে থাকা সুদূরের নীল আকাশ
স্বাধীনতা তুমি
সংবেদনশীল মননের উৎকর্ষতা
স্বাধীনতা তুমি
বিশ্বলোকের চির শৈল্পিক সত্তা
স্বাধীনতা তুমি
বিশ্বজনের নবরূপে জাগরণ
স্বাধীনতা তুমি
ভাব ভাষা আর শিক্ষার উত্তরণ
স্বাধীনতা তুমি
মানসলোকে জ্ঞানের আলোক রেখা
স্বাধীনতা তুমি
নিত্যদিনের জীবনকে ফিরে দেখা
স্বাধীনতা তুমি
এপারের চেতনাবিধৌত জনস্রোত
একত্র হয়ে
গড়িয়া তুলিবে স্বপ্নের দেশ ভারত।