কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

খেলুড়ে
দুটো বিহঙ্গ বিহঙ্গী পর্দার ওপারে
নীরবতার আধারে গোপন সভা
কিছুই না জাস্ট খেলিয়ে মাছ ধরে
সামনে মিষ্টি মিঠাই মনোলোভা
অর্ধ শতাব্দী এভাবেই চলে গেলো
গাছের খেয়ে তলারও কুড়িয়ে
যোগ্যতমের জয়ের শিরোপা পেলো
নিজের অজান্তে কখন যে গেলো বুড়িয়ে
তুমি কিন্তু সময়ের স্রোতে ভাসিয়ে দিও গা
ধীরে ধীরে শান্ত হবেই ঝড়
চিন্তার জট খুলে হবে আলগা
প্রকৃত দোষী সামনে আসবে যে ভেঙেছে ঘর।