কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

উড়ান
সময় এলো শ্বেত চাদর সরানোর, পশমী ওম সরিয়ে জাগলো প্রাণ
ঝরা পাতা হিউমাসে মুখ লুকায়, এলো মার্চ মাস ডানার ঝাপট উড়ান
সজনে গাছে বরফকুচির মেলা
ক্লেরোডেনড্রাম ছড়ালো জংলা ঘ্রাণ
রুদ্রপলাশ বৃষ্টি আনার ছলে
আগুন জ্বেলে পাতলো সোহাগী কান
চাঁদের আলো মিশলো কুহুতানে, উৎসবে ফাগ ছড়ায় মাদল তালে
ঘোড়ানিমফুল আকাশ আঁকে দূরে, তিরতিরে স্রোত বয় নদী আঁচলে
নারী দিবস জানেনা জেলেবৌ
বেহিসাবী জল খরচের পাতায়
বন্যপ্রাণী বিপন্নতায় জেরবার
কবিমন সব কবিতা লিখে যায়।