কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

স্ট্রেলিটজিয়া রেজিনী
কমলা নীলের ঝঙ্কারে
প্রানবন্ত পালকশোভায়
কে এলে স্বর্গের পাখি?
গ্রীষ্মমণ্ডলীয় অবকাশী সুধারসে
জারিত প্রাণমন দর্শণে তোমার
নমনীয়, কমনীয় সততার
প্রেমময় দীপ্তি ছড়ানো এক ঐন্দ্রজালিক তেজের আধার।
ফুলেল সৌরভে প্রাণবন্ত,
স্বাধীনতার প্রতীক তুমি।
প্রণত হই এমন সৃষ্টির কাছে।