ক্যাফে কাব্যে দেবারতি চন্দ রায়

অনুভব
যদি বলি হতাশা নেই কোনো
তবে মিথ্যে বলা হবে
ঠকানো হবে নিজেরই নিজেকে।
ইচ্ছে খুশীর পোটলাগুলো,
পড়ে আছে চুপচাপ যারা,
অবমাননার দায় চাপাবে তারা।
প্রতিদিন সবুজের হালকা হতে থাকা
সইয়ে নিতে অসহায় ভাবে
জলস্তর নেমে যাওয়ার আতঙ্ক
বয়ে বেড়াতে নীরবে
বরফ গলা উষ্ণতা অনুভব করে
হাঁসফাঁস করতে করতে
ইট পাথরের জঙ্গলে
অদৃশ্য আকাশের কথা ভাবতে,
তারামন্ডলকে বইয়ের পাতায়
পরিচয় দিতে দেখতে,
আফসোস জাগে।
যে কথাগুলো পায়নি তাদের
মতামতের সঠিক মূল্য;
আপসোস হয় তাদের জন্যেও।
তাই, যদি বলি আফসোস নেই কোনো
তবে ভুলই বলা হবে।