ক্যাফে কাব্যে দেবারতি চন্দ রায়

মধ্যমনি
দয়াকরে আমায় মধ্যমণি বলো না কেউ
ওই শব্দটাতেই আমার যত আপত্তি।
মধ্যমণি, মধ্যম, মাঝখানে, মাঝামাঝি ,
শুনলেই গাটা কেমন গুলিয়ে ওঠে আজকাল।
তাকাতে পারিনা আর নিজের দিকে ভালো করে।
অথচ , একদিন শান্তির দূত হব বলে
বেছে নিতে চেয়েছিলাম ঠিক ওই জায়গাটাই।
তারপর, তুলা যন্ত্রের সূচকের মতো
দাঁড়িয়ে থাকতে গিয়ে দেখলাম,
থাকা যায় না আদপে। হেলে পড়তে হয়
কোনো না কোনো দিকে,
কারো না কারো মনের কথা ভেবে।
তার চাইতে একটা দিক বেছে নেওয়াই ভালো
তাতে কোণঠাসা হলেও ক্ষতি নেই।
আপত্তি নেই যে কোনো একটি কোণে
বসে দাঁড়িয়ে কিম্বা অবহেলায় পড়ে থাকতে।
তবু মনে হবে
আমার অন্তত একটা জায়গা আছে,
নির্জীব নীরব হলেও নির্দিষ্ট একটা স্থান।