সাতে পাঁচে কবিতায় (আজ প্রভাতে সে সুর শুনি) দীপশিখা চক্রবর্তী

উৎসব তুমি

ছেঁড়া ছেঁড়া মেঘ ছুঁয়ে ছন্নছাড়া সময়-
নাগরিক পৃথিবী আজ নগ্ন,
নিশ্চুপ টিলার গা বেয়ে নামে লেলিহান লাল আগুন;
উৎসব তুমি,
ছুঁয়ে দেখো মাটির বাস্তব,
নামো শূন্য নদীর বুকে-
মরচেধরা মুখোশ খুলে!
ঢালো একরাশ জমাট বাঁধা মেঘের জল-
ভিজিয়ে ফেলো-
পুড়তে থাকা গনগনে শরৎ!!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।