দিব্যি কাব্যিতে দেবমিত্রা চৌধুরী

মৃত্যু পরবর্তী
অঘোর-অণ্বেষা আমি।
আমার এই দীর্ঘ শরীর, রক্তে প্রসারিত।
তবে কে আমাকে বিশ্বরূপ দেখাচ্ছে হৃদয়ের?
আমি তাই শয়তান আগুনের শিখা নিয়ে, খুঁজতে এসেছি তোমাকেই।
আর এই খুব শুভ রাত্রির আগে
তুমি যদি ঠান্ডা রক্ত নিয়ে মরে যাও, তাও, শেষপর্যন্ত আমি তোমার কাছেই পৌঁছাবো_
তুমি হয়তো জানো – মৃতরাই ফিরিয়ে আনে সব মৃতদের অভিপ্রায়…