T3 || শ্যামা আমার || দীপাঞ্জলী সংখ্যায় দীপঙ্কর বেরা
by
TechTouchTalk Admin
·
শ্যামা আমার
শ্যামা আমার আঁধার কালো
মোহন মনের দিশা
আকুল প্রাণে চরণখানি
দূর হয় অমা নিশা।
সাধের জন্ম তীর্থ বহু
মানুষ নামের ভেলা
যাব চলে আনন্দ থাক
মিলন মধুর মেলা।
দিন কত দিন মা মা করে
বন্দি যত খাঁচা
বুকের ভেতর চোখ মেলে চোখ
ভাব সাগরে বাঁচা।
আঁধার কালো গহীন যে রাত
তোমার রূপে ভালো
আমি যেন অর্ঘ্য ফুলের
হয়েছি আজ আলো।
ভক্তি প্রেমে শ্রদ্ধা যত
শ্যামা সুন্দর মেয়ে
নিবেদনে মুক্তি মোহ
মন উঠেছে গেয়ে।
কালো রতন মানিক আমার
পাই যে বুকে আশা
যতটুকু পারি আমি
ছড়াই ভালোবাসা।
ও মা ছড়াই ভালোবাসা
শ্যাম আমার যত মনের আশা।